চড়িলাম, ২৩ জানুয়ারি : এক কলঙ্কিত অধ্যায় রচিত হল বিশালগড় লালসিংমুড়া মণিপুরী পাড়ায়। সভ্য সমাজে মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক মহিলা। কিস্তির টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে স্বসহায়ক দলের মহিলারা তাঁদের দলেরই ওই মহিলা সমস্যাকে বাড়িতে ঢুকে মারধর করেছেন। মারধর করে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্বরোচিত এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিশালগড় থানার অন্তর্গত লালসিংমুড়া মণিপুরী পাড়ায় ঘটনাটি ঘটেছে।
ঘটনার সময় মহিলা চিৎকার করলেও আশেপাশের বাড়ি ঘরের কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি। বরং সবাই দূর থেকে ঘটনার মজা উপভোগ করছিলেন। মুহূর্তের মধ্যেই এই কলঙ্কিত ঘটনাটি গোটা এলাকায় বাতাসের মতো ছড়িয়ে পড়ে কিন্তু এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ ছুটে আসেনি বলে অভিযোগ। পরে ঘটনার খবর যায় বিশালগড় মহিলা থানায়।
খবর পেয়ে বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস নিজে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান এবং ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসেন। নির্যাতিতা মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, যে মহিলারা ওনার উপর এই অত্যাচার চালিয়েছে তাদের সবাইকেই তিনি চেনেন। পুলিশ নির্যাতিতা মহিলাকে থানায় নিয়ে এসে মহিলার মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনেছে এবং এই ব্যাপারে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। তবে বিশালগড়ের এই ঘটনায় আবারো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে রাজ্যের মহিলারা এখনো সুরক্ষিত নয়।
মহিলাদের সুরক্ষার স্বার্থে রয়েছে মহিলা কমিশন। তবে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর রাজ্য মহিলা কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক, দাবি সাধারণ জনগণের। এলাকার অনেকেই দাবি করছেন, এই ধরনের জঘন্য ঘটনা শুধু একজন মহিলাকে অপমানিত করেনি, রাজ্যের সমস্ত মহিলারা এর মাধ্যমে অপমানিত হয়েছে। তাই স্থানীয় এলাকাবাসীদের তরফ থেকে জোরালো দাবি উঠছে রাজ্য মহিলা কমিশন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে যেন কঠোর শাস্তির ব্যবস্থা করুক। উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন নির্যাতিতা মহিলাও। সভ্য সমাজে এধরনের বর্বরোচিত ঘটনা সমাজকে লজ্জায় ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।