আগরতলা, ২৩ জানুয়ারি : দেশে স্বতন্ত্রতা আনার নেপথ্যে যত বীরপুরুষ নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের মধ্যে নেতাজি শ্রেষ্ঠ। আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে মহারাজগঞ্জ বাজারে নেতাজির পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে এই কথা বলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
এদিকে, যথাযোগ্য মর্যাদায় বিজেপি প্রদেশ কার্যালয়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে নেতাজির প্রতিকৃতি মাল্যদান করেন উপস্থিত সকল বিজেপি দলের নেতৃত্বরা।
এদিকে, প্রতিবছরের মতো এবারও ধর্মনগরে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভারতের মহানায়ক ও বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। ধর্মনগর পুর পরিষদ এবং ধর্মনগর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং সাংস্কৃতিক দলের প্রতিনিধিরা। এই অনুষ্ঠানে বীর বিক্রম ময়দানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরো পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন এবং ধর্মনগর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জাতীয় সংগীত পরিবেশিত হয়। আয়োজিত এই উৎসবের মূল আকর্ষণ ছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেয় প্রায় ৪০টি বিদ্যালয়ের সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী। শোভাযাত্রার শেষে প্রতিটি বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী দলকে সম্মানসূচক স্মারক তুলে দেওয়া হয়।
এদিকে, কৈলাসহরেও যোগাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালিত হয়েছে। প্রাক্তন সৈনিক লীগ ও কৈলাসহর পুর পরিষদের যৌথ উদ্যোগে কৈলাসহর নেতাজি কর্নারে, নেতাজী সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তির পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানি দেবরায়, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার সহ আন্যান্যরা।
এদিকে, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। সকালে প্রভাত ফেরি অনুষ্ঠানের পর সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে থাকা নেতাজীর মূর্তিতে মাল্যদান করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী, মহকুমা শাসক এম কে চাকমা, নগর পঞ্চায়েতের উপকার্যনির্বাহী আধিকারিক প্রবীর সাহা সহ অন্যান্য অতিথিরা।
এদিকে, কমলপুর নগর পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মদিন। কমলপুর শহরের নেতাজী চৌমুহনীর নেতাজী সুভাষ চন্দ্র বসুর মর্মর মূর্তির পাদদেশে মূল অনুষ্ঠান হয় । এদিন, কমলপুরের বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সন্মান জানিয়ে রেলী বের করা হয়। সকাল ৯টায় বিভিন্ন বিদ্যালয়ের বিশাল রেলী শহরের শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের নেতাজী চৌমুহনীর নেতাজী সুভাষ চন্দ্র বসুর মর্ম মুর্তির পাদদেশে সমাপ্ত হয়।
এদিকে, বিশালগড় আনন্দ মার্গ স্কুলের পক্ষ থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে ২৩শে জানুয়ারি ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণনাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মানব সেবায় নিয়োজিত হল ধর্মনগর মহকুমার দক্ষিণ কদমতলার জালাইবাড়ির “যুব সংকল্প ক্লাব”। জালাইবাড়ি যুব সংকল্প ক্লাব এক ভিন্ন আঙ্গিকে এই দিনটি পালন করেছে। ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে। অসমের শিলচর ইআরসি হসপিটালের উদ্যোগে এবং জালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের পরিচালনায় ক্লাব গৃহে অনুষ্ঠিত হয় এই চক্ষু শিবির।
এদিকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে বহ্নিজ্যোতির পক্ষ থেকে আগরতলা অভয়নগর স্থিত মহিলা আশ্রমের আবাসিকদের ফল, মিষ্টি ও শুকনো খাবার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার কার্যকারী সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য সহ অন্যান্যরা।