প্রয়াগরাজ, ২৩ জানুয়ারি (হি.স.): নতুন রেকর্ড স্পর্শ করতে চলেছে মহাকুম্ভ মেলা। তথ্য বলছে, শুধুমাত্র প্রথম ১১ দিনেই পুণ্যস্নান সেরেছেন বিপুল পুণ্যার্থী।
মেলার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তাদের অনেকই মনে করছেন এই প্রবণতা বজায় থাকলে মেলা শেষ হতে হতে আগত পুণ্যার্থীর সংখ্যা ৮৫ কোটি ছাড়িয়ে যাবে। একটি তথ্য বলছে, শুধুমাত্র মঙ্গলবার সারাদিনে প্রায় ১৭ লাখ পুণ্যার্থী স্নান করেছেন। এখনও বেশ কয়েকটি শাহি স্নান বাকি । সেই সমস্ত দিনে পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
১৪৪ বছর বাদে হচ্ছে মহাকুম্ভ মেলা। স্বভাবতই মেলা ঘিরে উৎসাহিত বিভিন্ন মহল।
মেলার শুরু থেকেই সমাজের বিভিন্ন বিশিষ্টরা আসতে শুরু করেছেন। ত্রিবেণী সঙ্গমে স্নানও সারছেন নিয়ম করে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও মেলায় এসেছিলেন দিন কয়েক আগে। সেই তালিকার নবতম সংযোজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মেলার বিভিন্ন গুরুদায়িত্ব সামালাচ্ছেন যোগী মন্ত্রিসভার সদস্যরা।
আরও দুই ভিভিআইপিও মেলায় আসছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর আগামী ৫ ফেব্রুয়ারি, চতুর্থ শাহী স্নানের ঠিক তিনদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভ মেলায় যেতে পারেন ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মহাসঙ্গমে ‘পুণ্য ডুব’ দিতে যাচ্ছেন। তবে তিনি তৃতীয় শাহী স্নানের আগেই যোগীরাজ্যে পৌঁছে যাবেন ৷ তাঁর ‘পুণ্য’ ডুব দেওয়ার কথা ২৯ জানুয়ারি ৷