কৈলাশহর, ১৮ জানুয়ারি : হায়দ্রাবাদ থেকে বাংলাদেশ যাওয়ার পথে কৈলাশহর ইরানি থানার হাতে আটক একসাথে ১০ জন রোহিঙ্গা। তাদের কাছে বৈধ নথি পাওয়া যায় নি বলে মামলা দায়ের করেছে ইরানি থানার পুলিশ।
কৈলাসহরের ইরানি থানার পুলিশ জানিয়েছে, ১৫ তারিখ ১০ জন রোহিঙ্গা কৈলাশহর এসেছে বলে থানায় খবর আসে। খবরের ভিত্তিতে পুলিশের অভিযানে ১০ জনকে আটক কুরা হয়। এর মধ্যে ৪ জন শিশু রয়েছে।
পুলিশ জানায়, আটক করা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা হায়দ্রাবাদ থেকে এসেছে এবং কৈলাশহর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল তাদের। এছাড়া তাদের কাছে বৈধ নথি পাওয়া যায় নি। তাদের বিরুদ্ধে মামলা হাতে নিয়েছে পুলিশ।