আগরতলা, ১৮ জানুয়ারি: ত্রিপুরা প্রদেশ বিজেপির জেলা সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনেই ফলাফল ঘোষণা করা হবে।
আজ প্রদেশ বিজেপির রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে, ১৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রদেশ বিজেপির জেলা সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ওই দিনেই দুপুর দেড়টা থেকে মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। ২০ জানুয়ারী দুপুর সাড়ে বারটা থেকে দেড়টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরেই ওইদিনই ফলাফল ঘোষণা দেওয়া হবে।