আগরতলা, ১৭ জানুয়ারি: চুরিতে ব্যর্থ হয়ে, পরের দিন রাতে ফার্নিচারে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। গতকাল রাতে সোনামুড়া থানাধীন মেলাঘর বড় পাথর বাজার সংলগ্ন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর বড়পাথরের সরকারি লাইসেন্স প্রাপ্ত রূপালী ফার্নিচার এবং টিম্পার মালিক মালেক মিয়া ধর্মনগর ইজতেমাতে ছিলেন। আর এই সুযোগে তার বাড়িতে চোরের দল হানা দিয়েছে। তার তৈরি করা ফার্নিচার বের করে রাস্তাতে নিয়ে আসলে তার মেয়ে চুরি যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। কিন্তু গতকাল রাতে মালেক মিয়া এবং তার পরিবার সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। তখন দুষ্কৃতিকারীরা ফার্নিচারের কাঠের উপর আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা যখন দাহ দাহ করে জ্বলতে থাকে। তখন ওই সময়ে মালিক মিয়ার স্ত্রী প্রাকৃতিক কাজ করতে গিয়ে আগুন লাগার দৃশ্যটি দেখতে পান। তখন তার চিৎকারে বাড়ির সব লোকজন উঠে এবং এলাকার মানুষের সহযোগিতা সে আগুন নিভাতে সক্ষম হলেও প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ফার্নিচারের ক্ষতি হয়।
এবিষয়ে মালিক মালেক মিয়া বলেন, তার কোন ব্যক্তিগত শত্রুতা নেই। মালেক মিয়া একজন সামাজিক ব্যক্তি সমাজে যার গ্রহণযোগ্যতা রয়েছে। ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।