পুণে, ১৭ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলায়, পুণে-নাসিক হাইওয়েতে মিনি ভ্যান ও বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৯ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে পুণে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে নাসিকগামী হাইওয়েতে।
পুলিশ জানিয়েছে, যাত্রী বোঝাই একটি মিনি ভ্যানে ধাক্কা মারে একটি টেম্পো, এরপর নারায়ণগাঁওয়ের কাছে ওই মিনিভ্যানটি দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে মৃত্যু হয়েছে ৯ জনের এবং দু’জন আহত হয়েছেন। নিহতরা অধিকাংশই জুন্নার গ্রামের বাসিন্দা।