নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ জানুয়ারি:
সিপাহীজলা জেলা উদ্যান দপ্তরের উপ অধিকর্তা কার্যালয় এবং দক্ষিণ ত্রিপুরার হিচাছড়া রিজিওনাল চারা উৎপাদন কেন্দ্রের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিশালগড় মহকুমার হরিশনগর গ্ৰাম পঞ্চায়েতের কাজারিয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় নারকেল চাষের উপর একদিনের প্রশিক্ষণ কর্মশালা। উক্ত কর্মশালায় সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে নারকেল চাষের সাথে যুক্ত চাষীরা অংশগ্রহণ করেন।
বর্তমান বাজারে নারকেলের প্রচুর চাহিদা কিন্তু চাহিদার তুলনায় ফলন উৎপাদনের পরিমাণ খুবই কম। কিভাবে নারকেলের ফলন বৃদ্ধি করে এই রাজ্যেকে স্বয়ং সম্পূর্ণ করা যায়,সেই লক্ষ্যেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার বেলা এগারোটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্ধোধন হয় একদিনের নারকেল চাষের প্রশিক্ষণ কর্মশালা।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যান দপ্তরের যুগ্ম অধিকর্তা শান্তনু দেববর্মা, রিজিওনাল নারকেল বোর্ডের অধিকর্তা ডঃ রজত পাল,বিশালগড় মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক হিমানীশ লস্কর কৃষি সেক্টর অফিসার প্রবীর দত্ত ।উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন হরিশনগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান।
উক্ত কর্মশালায় আগত চাষীদের নারকেল চাষের মাধ্যমে স্বনির্ভর হওয়ার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। সিপাহীজলা জেলায় নারকেল চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। উন্নত মানের চারা রোপণ করা থেকে শুরু করে কিভাবে গাছের যত্ন পরিচর্যা করে প্রচুর পরিমাণে নারকেলের ফলন বাড়ানো যাবে তার উপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া নারকেল চাষ করতে চাষীদের কোন অসুবিধা সম্মুখীন হতে হলে উদ্যান দপ্তরের পক্ষ থেকে চাষীদের যাবতীয় সাহায্য করা হবে।

