আসাম রাইফেলস-র যৌথ অভিযানে ২.৯ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ১১ জানুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে ৭৫০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২.৯ কোটি টাকা হবে। আজ আসাম রাইফেলসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

আরও জানিয়েছে, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বক্সনগর এলাকায় ১০০ একর জমিতে গজিয়ে উঠা ৭৫০০০ গাঁজা গাছ ধ্বংস করে। যার বাজারমূল্য আনুমানিক ২.৯ কোটি টাকা হবে।আগামীদিনেও আসাম রাইফেলস তরফ থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাবে।

স্থানীয় প্রশাসন অভিযানটিকে সাফল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই অভিযান আগামীদিনে বক্সনগর এলাকায় মাদকমুক্ত পরিবেশের প্রচার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।