ফের নকশালদের নাশকতা! বিজাপুরে আইইডি ফেটে আহত এক জওয়ান 

বিজাপুর, ১১ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ে ফের নকশালদদের নাশকতা! ফের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণ, শনিবারের আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন একজন জওয়ান। শনিবার সকালে পুলিশ জানিয়েছে, সিআরপিএফ-এর ১৯৬ নম্বর ব্যাটালিয়ন মহাদেব ঘাট থেকে সিআরপিএফ-এর একটি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। অভিযান চলাকালীন নকশালদের পুঁতে রাখা আইইডি ফেটে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে একজন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে চিকিৎসার জন্য বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।