দিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): চলতি মাসের প্রায় শুরু থেকেই দিল্লিতে ঘন কুয়াশা হচ্ছে। কুয়াশায় আচ্ছন্ন দেশের জাতীয় রাজধানী। শুক্রবারও বিশেষ ব্যতিক্রম নেই। এদিন ভোরেও কুয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির একাধিক এলাকা।
এদিন ভোরে দিল্লির একাধিক এলাকা ঘন কুয়াশায় ঢেকে থাকায় দৃশ্যমানতা ছিল কম। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জাতীয় রাজধানীর বাসিন্দারা।