বেআইনী মদের কারখানায় পুলিশি অভিযান

কৈলাসহর, ৯ জানুয়ারি :  বেআইনী মদের বিরুদ্ধে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে কৈলাসহরের ছনতৈল এবং চা-বাগিচা এলাকায় জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে পুলিশ ও গোয়েন্দা বিভাগ এক অভিযান চালায়। সংশ্লিষ্ট এলাকায় দু’টি মদের বে-আইনী কারখানা গুড়িয়ে দেয় পুলিশ। সবমিলিয়ে প্রায় সাত হাজার লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ ঠেক এর সঙ্গে যুক্তরা পালিয়ে যায়। ফলে কাউকে গ্ৰেপ্তার করা যায়নি।
       
সাম্প্রতিককালে মাতাল ও মদের বাড়বাড়ন্তে উদ্বেগ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। আজকের এই পুলিশী অভিযানের ফলে কিছুটা হলেও স্বস্তি এসেছে বৈকি। এদিকে সাধারণ প্রশাসনের আবগারি দপ্তর থাকলেও তাদের তৎপরতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। আবগারি বিভাগের সক্রিয়তার প্রয়োজন বলে মনে করেন শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *