টিএসএফ’র উদ্যোগে কালো দিবস পালন খুমুলুঙ’এ

আগরতলা, ৮ জানুয়ারি: ২০১৯ সালের ৮ জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আন্দোলন করতে গিয়ে বহু ছাত্রছাত্রী আক্রান্ত হয়েছিলেন। এরই প্রতিবাদে খুমুলুঙ-এ আজকের দিনটিকে কালো দিবস পালন করল টিএসএফ।

টিএসএফ সাধারণ সম্পাদক হামলো জমাতিয়া বলেন, ২০১৯ সালের ৮ জানুয়ারি খুমলুং মাধববাড়িতে টিএসএফ এর উদ্যোগে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধিতায় বনধের ডাক দিয়েছিল টিএসএফ। বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশের গুলির আঘাতে গুরুতর আহত হয়েছিল টিএসএফের ছয়জন ছাত্র। এরপর থেকেই এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে টিএসএফ। এবারেও এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *