আগরতলা, ৮ জানুয়ারি : ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবীরা।
আজ হাইকোর্ট বার এসোসিয়েশন হলে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন পর্বে উপস্থিত ছিলেন হাইকোর্ট বার এসোসিয়েশন সভাপতি বিহ্বল নন্দী মজুমদার, সম্পাদক সুব্রত সরকার, বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ সহ অন্যান্যরা।
আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী আইনজীবি হিসেবে হাইকোর্টে নিজের কর্মজীবনের অভিজ্ঞতা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।