আগরতলা, ৭ জানুয়ারি: ত্রিপুরায় আইএএস মনোনীত হয়েছেন সাত আধিকারিক। আজ কেন্দ্রীয় কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রক এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ত্রিপুরায় টিসিএস থেকে আইএএস মনোনীত হলেন রাজ্যের সাত আধিকারিক। তাঁরা হলেন, অজিত শুক্লাদাস, মানিক লাল দাস, দেবেন্দ্র রিয়াং, অদিতি মজুমদার, সন্তোষ দাস, ধনবাবু রিয়াং এবং দশরথ দেববর্মা।