চুরাইবাড়ি, ৭ জানুয়ারি : গভীর জঙ্গল থেকে নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মঙ্গলবার সাত সকালে উত্তর জেলার চুড়াইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের খেরেংজুড়ি ৩ নং ওয়ার্ডের গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় নর কঙ্কাল। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে চুরাই বাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।চুরাই বাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয় অর্চনা নাথ জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানেই তিনি নর কঙ্কাল পড়ে থাকতে দেখেন। পরবর্তী সময়ে গ্রামে এসে প্রত্যেককে ঘটনাটি জানালে এলাকাবাসীরা ছুটে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করেছেন। জানা যায় কয়েক বছর পূর্বে লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের খেরেংজুড়ি এলাকায় মামার বাড়িতে বসবাস করত রানু নাথ নামে এক ব্যক্তি। যদিও রানু নাথের বাড়ি ধর্মনগর কালিকাপুর জেল সংলগ্ন এলাকায়। ২০২২ সালের ১৬ মে নিখোঁজ হয়ে যায় রানু নাথ। তারপর তার আর কোন হদিশ পাওয়া যায় নি। এলাকাবাসিদের ধারনা এই নর কঙ্কাল রানু নাথের হতে পারে। পুলিশ নরকঙ্কালটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

