নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের একটি এবং তামিলনাড়ুর একটি বিধানসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তর প্রদেশের মিলকিপুর বিধানসভা আসন এবং তামিলনাড়ুর ইরোড বিধানসভা আসনের উপনির্বাচন ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে; ৮ ফেব্রুয়ারি গণনা। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি দিল্লিতেও হবে ভোটগ্রহণ, ৮ ফেব্রুয়ারি রাজধানীতেও ভোটের গণনা।
2025-01-07