বাংলাদেশের নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল খোয়াইয়ে, চাঞ্চল্য

খোয়াই, ৭ জানুয়ারি : বাংলাদেশের নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল খোয়াইয়ে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরনে প্রকাশ, খোয়াই থানাধীন গৌরনগর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়, তার পরিচয় প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। বাংলাদেশ থেকে সোশাল মিডিয়ায় এক পোষ্টে যে ছবি ব্যবহার করা হয়েছে তার সাথে মৃতদেহের হুবহু মিল রয়েছে। বাংলাদেশ থেকে মৃতের ছেলে সামাজিক মাধ্যমে নিখোঁজ সংবাদ পোষ্ট করেন গত ৫ই জানুয়ারী ২০২৫ ইং তারিখে। আর গৌরনগর এলাকায় মৃতদেহ উদ্ধার হয় ৬ই জানুয়ারী ২০২৫ ইং তারিখে।

ঐ পোষ্টে উল্লেখ করা হয় যে মো: জহর আলী নামে ঐ ব্যক্তি ঢাকা থেকে ফিরে স্থানীয় নালুয়া বাগানে ঘুরতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে জহর আলীর আর খোঁজ মিলছিল না। ঐ পোষ্ট থেকে আরও জানা যায় যে নিখোঁজ ব্যক্তির কাছে নগদ ১১হাজার টাকা সহ অনেক কিছু ছিল। স্বভাবে সহজ-সরল ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন তিনি। পরিবারের লোকজন খোঁজখবর নিতে গিয়ে বাড়ীর পাশে জহর আলীর নীল রঙের জুতা ও পরনের মাফলার খুঁজে পায়। কিন্তু রহস্যজনকভাবে সেখানেই আরো এক অপরিচিত সাদা রঙের জুতা পাওয়া যায়। এই জুতা নিখোঁজ ব্যক্তির না হওয়াতে সন্দেহের সৃষ্টি হয়েছে। ছেলে নিজের একটি ফোন নম্বর (০১৭৪১১৮৮৫৬৫) শেয়ার তার পিতার সন্ধান চেয়ে মানবিক আবেদন জানায়।

বাংলাদেশের নাগরিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিভাবে এই মৃতদেহ ত্রিপুরায় এলো, তানিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ভারত-বাংলাদেশ কাঁটাতারের বেড়া ডিঙিয়ে যেভাবে অনুপ্রবেশ ঘটছে এবং নিত্যদিন চুরির ঘটনা ঘটে চলছে খোয়াই সহ গোটা ত্রিপুরা রাজ্যেই, যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ব্যক্তির মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে সেই রহস্য উন্মোচনে প্রশাসন তদন্ত শুরু করেছে।