সরকারি কাজে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকার পাথর প্রকাশ্য দিবালোকে চুরি

আগরতলা, ৬ জানুয়ারি : দিনের বেলায় প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার পাথর চুরি হওয়ার ফলে গোটা কৈলাসহর শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। শহরের একাংশ যুবকরা ক্ষিপ্ত হয়ে থানায় লিখিত মামলাও করেছে।

উল্লেখ্য, কৈলাসহর শহর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মানের জন্য ২০১৭ সালের ২৬ জানুয়ারি রাজ্য সরকারের তৎকালীন মন্ত্রী তপন চক্রবর্তী শিলান্যাস করেছিলেন। এই কাজের জন্য প্রায় সতেরো কোটি টাকা বরাদ্দ ছিলো। শিলান্যাসের পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরুর পূর্বে সীমান্তের পাশে তথা শহরের আর.কে.আই স্কুলের মাঠে প্রায় এক কোটি টাকার পাথর রেখেছিল। সেইসময় বাংলাদেশের পুলিশ এই কাজে আপত্তি জানানোয় ইন্ট্রিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মানের কাজ প্রায় আট বছর ধরে বন্ধ রয়েছে। কাজ বন্ধ থাকলেও ঠিকাদার পাথর গুলো সেখান থেকে নিয়ে যায় নি। সেই পাথরগুলো আজ, অর্থাৎ ৬ জানুয়ারি দুপুরে গাড়িতে তোলে চুরি করে নিয়ে যাচ্ছিলো একদল চোর। এই খবর শোনা মাত্রই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি গাড়ি সহ দুই চালককে আটক করে।

এই বিষয় নিয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানিয়েছেন, কৈলাসহর শহরের আর.কে.আই স্কুল মাঠ থেকে পাথর চুরি করে নিয়ে যাবার সময় পুলিশ একটি ড্রজার গাড়ি এবং একটি ট্রিপার গাড়ি সহ চালকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, বিকেলে শহরের কিছু যুবক পাথর চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি সুকান্ত সেন চৌধুরী।

শহরের কিছু যুবক কৈলাসহর থানায় অভিযোগ জমা দেবার পর সংবাদ প্রতিনিধিদের জানায়, এভাবে সরকারি পাথর গুলো প্রকাশ্য দিনের বেলায় চুরি করে নিয়ে যাওয়ায় শহরের বদনাম করা হচ্ছে। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে।