১১ জানুয়ারি রাজভবন অভিযান করবে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ

আগরতলা, ৫ জানুয়ারি : গণমুক্তি পরিষদ আগামী ১১ জানুয়ারি রাজভবন অভিযান করবে। সেই উপলক্ষে ওইদিন দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত তাঁরা ধর্নায় বসবে। আজ সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের নেতা নরেশ জমাতিয়া।

প্রসঙ্গত, সংবিধানের ১২৫ তম সংশোধনী বিল অবিলম্বে পাশ করানো, সিএএ বাতিল, বন অধিকার আইন সংশোধন করে প্রত্যেক উপজাতিদের জমির অধিকার প্রদান সহ অন্যান্য দাবিতে সরব হয়েছে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। উপজাতিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ।

সংগঠনের নেতৃবৃন্দ রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেছেন সংবিধানের ১২৫ তম সংশোধনী দীর্ঘ কয়েক বছর ধরে আটকে রয়েছে, এই বিল অবিলম্বে পাশ করতে হবে। জিএমপি’র মতে সংবিধানের ১২৫ তম সংশোধনী বিল পাস করার মধ্য দিয়ে রাজ্যের উপজাতিদের সার্বিক দাবি পূরণ হতে পারে। এছাড়াও ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন উপজাতি গণমুক্তি পরিষদের নেতৃত্বরা। 

এদিন সাংবাদিক সম্মেলনে সিএএ বাতিল এবং উপজাতিদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য দাবি রেখেছেন তারা। পাশাপাশি জানিয়ে দেন, গণমুক্তি পরিষদ আগামী ১১ জানুয়ারি রাজভবনে অভিযান করে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত ধর্না করবে। তারপর রাজ্যপাল ইন্দাসেনা রেড্ডি নাল্লুর কাছে জনজাতিদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দাবি সনদ দেওয়া হবে।