আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান  লিওনেল মেসির 

নিউ ইয়র্ক, ৫ জানুয়ারি (হি.স.): আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করলেন। এই সম্মানজনক পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।

মেসি ছাড়া আছেন গায়ক এবং অধিকারকর্মী বোনো, বাস্কেটবল কিংবদন্তি আরভিন “ম্যাজিক” জনসন, দীর্ঘদিনের ফ্যাশন সম্পাদক আনা উইনটুর, অভিনেতা ডেনজেল ওয়াশিংটন ও মাইকেল জে. ফক্স, এবং ফ্যাশন ডিজাইনার রালফ লরেন।

এই প্রেসিডেন্সিয়াল মেডেল দেওয়া হয় যারা আমেরিকার সমৃদ্ধি, নিরাপত্তা, বিশ্বশান্তি বা অন্য কোনও গুরুত্বপূর্ণ সামাজিক, জনকল্যাণমূলক বা ব্যক্তিগত উদ্যোগে উদাহরণযোগ্য অবদান রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *