ঘন কুয়াশায় আচ্ছন্ন কাশ্মীর উপত্যকা, শ্রীনগরে বিঘ্নিত বিমান পরিষেবা

শ্রীনগর, ৫ জানুয়ারি (হি.স.): কাশ্মীর উপত্যকা রবিবার সকালেও ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল। কুয়াশা এতটাই বেশি ছিল যে, শ্রীনগর বিমানবন্দরে উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে। সকালের ১০টি বিমান বাতিল করা হয়েছে।

রবিবার সকালে শ্রীনগর-সহ কাশ্মীর উপত্যকার নানা প্রান্ত কুয়াশাচ্ছন্ন ছিল। কুয়াশা এতটাই বেশি ছিল যে, শ্রীনগর বিমানবন্দর থেকে বিমান ওঠানামায় সমস্যা হয়। সকালের দিকের ১০টি বিমান বাতিল করা হয়। পরবর্তী বিমানগুলি দাঁড়িয়ে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *