আগরতলা, ৫ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থেকে এক মানব পাচারকারী আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। কাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কারণে বেশ কিছু মাস ধরে ভারতে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা দিয়েও এই অনুপ্রবেশকারীরা ভারতে ঠাঁই নেওয়ার চেষ্টা করছে। এই অবৈধভাবে প্রবেশকারীদের ঠেকাতে পুলিশি অভিযানও অব্যাহত রয়েছে। কিছুদিন পর পরই রাজ্যের মানব পাচারকারী সহ বাংলাদেশী নাগরিকদের পুলিশের হাতে আটক হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
জিআরপি থানার ওসি জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এই ধরনের ২৫ টি অভিযানে সফল হয়েছে জিআরপি থানা। ওই অভিযানে ২৮ জন মানব পাচারকারী সহ ৮৭ জন বাংলাদেশী নাগরিক ও ১০ জন রোহিঙ্গাকেও গ্রেফতার করা হয়েছে।
গোপন খবরের ভিত্তিতে ফের একবার মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গোয়েন্দা বাহিনী এবং বিএসএফের দীর্ঘ প্রচেষ্টায় ওই পাচারকারীকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত মানব পাচারকারীর নাম রাজীব দাস (৩৩)। তাকে বিলোনিয়া মহকুমা পাইকলা বাজার থেকে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ।

