নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): কথা রাখেননি অরবিন্দ কেজরিওয়াল। এই অভিযোগে শনিবার দিল্লিতে কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন মহিলা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। ওই মহিলারা পঞ্জাবের বাসিন্দা বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, পঞ্জাবের বেশ কিছু মহিলা একগুচ্ছ অভিযোগ এনে শনিবার কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান। কেজরিওয়ালের দিল্লির বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনের সময় ওই মহিলারা বলেন, পঞ্জাবে বিধানসভা নির্বাচনের সময় কেজরিওয়াল যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, তা এখনও পূরণ হয়নি। বিক্ষোভ প্রদর্শনের সময় মহিলাদের আটক করে দিল্লি পুলিশ।

