আগরতলা, ৩ জানুয়ারি: বক্সনগর সড়কে পথ দুর্ঘটনায় প্রান হারালেন এক ব্যক্তি। স্থানীয়দের অভিমত বেহাল রাস্তার কারণেই ওই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার সকালে বক্সনগর-সোনামুড়া সড়কের কুলুবাড়ি এলাকায় এক অটো দুর্ঘটনার কবলে পড়ে। তাতে গুরুতর আহত হয়েছেন ফয়জল হক নামে এক পথচারীর। স্থানীয়রা তাকে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারনেই দুর্ঘটনা ঘটে চলেছে এই এলাকায়। যা নিয়ে চরম ক্ষোভ ধূমায়িত হচ্ছে সোনামুড়ার সাধারণ মানুষের মধ্যে।

