জওহরলাল নেহেরু বালিকা নিবাসে মশারী ও কম্বল বিতরণে বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২ জানুয়ারি : আজ নতুননগর কাঠালতলী এলাকাস্থিত জওহরলাল নেহেরু বালিকা নিবাসে মশারী ও কম্বল বিতরণ ও ছাত্রীনিবাস পরিদর্শন করেন মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত।

মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কর্মী ও টিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের তরফে বৃহস্পতিবার নতুননগর কাঠালতলী এলাকাস্থিত জওহরলাল নেহেরু বালিকা নিবাসের ৫২ জন ছাত্রীদের মশারী ও কম্বল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত সহ অন্যান্যরা।

মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই নিবাসের মেয়েরা সঙ্গীতের প্রতি আগ্রহী তাই তাদের একটি হারমোনিয়ামের ব্যবস্থা করে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি ছাত্রীদেরকে পড়াশুনার প্রতিও উৎসাহিত হওয়ার কথা বলেন।

এদিকে, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত ছাত্রীদের প্রতিশ্রুতি দেন, এই বালিকা নিবাসের যে ছাত্রী দ্বাদশ শ্রেণীর পাশ পর ডাক্তারী পড়ার সুযোগ পাবে তাকে ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *