শ্রীভূমির কুশিয়ারা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে শুরু কমলা রফতানি

শ্রীভূমি (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : নিৰ্মম হিন্দু নিৰ্যাতন-নিপীড়ন ও ব্যাপক ভারত বিরোধী অবস্থান সত্ত্বে শ্রীভূমির বুকচিরে প্রবাহিত কুশিয়ারা নদী-সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে কমলা রফতানি শুরু হয়েছে। বাংলাদেশে কমলা রফতানি হচ্ছে শ্রীভূমি শহরে অবস্থিত টাউন কালীবাড়ি লাগোয়া বিসর্জনঘাট দিয়ে।

ভারতের মানুষ ১০ টাকা দরে একটি কমলা কিনে খান। অথচ মাত্ৰ পাঁচ টাকা মূল্যে বাংলাদেশে পাঠানো হচ্ছে উচ্চমানের কমলা। এ নিয়ে কিছুটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শ্রীভূমির হিন্দু সংগঠনের মধ্যে।

কিছুদিন আগে উত্তর করিমগঞ্জ (শ্ৰীভূমি)-এর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এই কালীবাড়ি বিসর্জনঘাটে কুশিয়ারা নদীর তীরে বাংলাদেশি পণ্য পুড়িয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। এর পর শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আমদানি-রফতানি সংস্থা বাংলাদেশে সব ধরনের পণ্য রফতানি বন্ধ রেখেছিল। এর পর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কের নতুন আগ্রহের বরাত দিয়ে এবার কমলা রফতানি শুরু হয়েছে।