নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, কেজরিওয়াল ও অতিশী নিষ্পাপ শিশুদের রাজনীতিতে ঠেলে দিয়েছে।
গৌরব ভাটিয়া বলেছেন, “যদি কেউ নোংরা রাজনীতির জন্য দিল্লির শিশুদের ব্যবহারে পারদর্শী হয়, তাহলে তা হল অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। অরবিন্দ কেজরিওয়াল এবং অতিশী মারলেনা শিশুদের ভিডিও আপলোড করে আমাদের নিষ্পাপ শিশুদের রাজনীতিতে ঠেলে দিয়েছেন। এই ‘এক্স’ পোস্টটি অবিলম্বে সরানো উচিত, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এখনও এই পোস্টটি সরাননি।”