আগরতলা, ৩১ ডিসেম্বর : গাঁজা বাগান ধ্বংসের বিরুদ্ধে যৌথ অভিযানে আরো একবার সাফল্য পেল সিআরপিএফ ১৪০ নং ব্যাটেলিয়ন, টিএসআর সহ কলমচৌরা থানার পুলিশ। আজকের অভিযানে প্রায় ২৫ হাজার গাঁজার গাছ ধ্বংস করা হয়েছে।
আজ গাঁজা বাগান ধ্বংসের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় সিআরপিএফ ১৪০ নং ব্যাটেলিয়নের এসআই বিশ্বজিৎ দেববর্মা ও এসআই সুপ্রতিম সহ ৩০ জন টিএসআর এবং ১০ জন মহিলা কর্মী তথা কলোমচৌরা থানা পুলিশ। সিপাহীজলা মানিক্যনগর-কালামচৌড়া বাইপাস সড়কের ডান পাশে সকাল সাড়ে সাতটা থেকে প্রায় সাড়ে নয়টা নাগাদ এই অভিযান চালানো হয়েছে।
আজকের এই অভিযানে প্রায় ১৫ একর বন টিলা জমি জুড়ে তিনটি ভিন্ন প্লটে প্রায় ২৫ হাজার গাঁজার গাছ ধ্বংস করা হয়েছে।