নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারি মাসে কাশ্মীর উপত্যকার সঙ্গে দিল্লির সংযোগকারী পাঁচটি নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন। এর ফলে পর্যটকদের বিশেষ সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
গরমের ব্যবস্থাপনা-সহ আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত নতুন ট্রেনগুলির লক্ষ্য হল কড়া শীতের মাসগুলিতে যাত্রীদের আরাম নিশ্চিত করা। ৬ জানুয়ারি নতুন দিল্লি থেকে ভার্চুয়ালি ট্রেনগুলির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।