আগরতলা, ৩১ ডিসেম্বর : চণ্ডীগড় ও উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্নস্থানে বিদ্যুৎপরিষেবা বেসরকারিকরনের প্রতিবাদে মঙ্গলবার রাজধানী আগরতলায় এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সিআইটিইউ।
এদিনের এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, চন্ডিগড়ের বিদ্যুৎ সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ায় সেখানকার ইঞ্জিনিয়ার কর্মচারীরা প্রতিবাদে নেমেছেন। তাদের বিরুদ্ধে চরম দমনপীড়ন শুরু করেছে বিজেপি সরকার। সেখানে এখনো ধর্মঘট অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশেও একইভাবে বিদ্যুৎ সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পয়লা জানুয়ারি ২০২৫ থেকে চন্ডিগড়ে বিদ্যুৎ পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে গোটা দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
একইসঙ্গে ত্রিপুরা এমপ্লয়িস কোর্ডিনেশন কমিটি, ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন এবং সিআইটিইউ এর যৌথ উদ্যোগে মঙ্গলবার রাজধানীর আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই প্রতিবাদ কর্মসূচি থেকে বিদ্যুতের বেসরকারীকরণ বন্ধের দাবি জানানো হয়।

