কোটপুতলি, ৩০ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের কোটপুতলির তিন বছরের শিশু চেতনাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, শিশুর শারীরিক অবস্থা ঘিরে তৈরি হচ্ছে সংশয়। প্রশ্ন উঠছে, শিশুটিকে উদ্ধারে আর কত সময় লাগবে? সোমবার অষ্টম দিনেও জারি রয়েছে উদ্ধারকাজ। পড়ে যাওয়ার পর ইতিমধ্যেই এক সপ্তাহ হয়ে গিয়েছে। কিন্তু এখনও উদ্ধার করা যায়নি চেতনাকে। পড়ে যাওয়ার চার দিন পর থেকেই শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। ফলে সংশয়, শঙ্কা এবং উদ্বেগ আরও বাড়ছে।
গত সোমবার রাজস্থানের কোটপুতলিতে বছর তিনেকের শিশু চেতনা ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। সময় যত গড়াচ্ছে, আশঙ্কা ততই বাড়ছে। যদিও কুয়োর সমান্তরালে ১৭০ ফুট গর্ত খুঁড়ে উদ্ধারকারী দল নীচে নামার কাজ শুরু করেছে। তবে শিশুটিকে কখন উদ্ধার সম্ভব হবে তা নিয়ে প্রশাসন কিছু বলতে পারেনি।