আগরতলা, ৩০ ডিসেম্বর: দীর্ঘ দিন ধরে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে জালে তুলতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে নূর আহমেদ বিরুদ্ধে। এমনকি, সর্বশেষ চাল দেওয়ার নাম করে কাঞ্চনপুরের ব্যবসায়ী মৃণাল দাসের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় সে বলেও অভিযোগ । কিন্তু চাল দেয়নি সে। পরবর্তী সময়ে থানায় মামলা দায়ের করেন মৃণাল দাস। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর তাকে আটক করে ধর্মনগর থানার পুলিশ।

