নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ ডিসেম্বর:
এলামনি সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা গঠিত এলামনি সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার দুপুরবেলা কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রে একটি স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। গাছে জল ঢেলে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়।
মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ডক্টর সন্দীপন ভট্টাচার্য ডক্টর দ্বৈপায়ন রায়, ডক্টর পাপিয়া সিনহা, এলামনি সামাজিক সংস্থার সভাপতি রাজীব দেব, কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি অনুপম পাল প্রমুখ। উক্ত স্বেচ্ছা রক্তদান শিবিরে ১৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।