বক্সনগর হাসপাতালে কর্মী স্বল্পতা, পরিষেবা বিঘ্নিত

বক্সনগর, ২৯ ডিসেম্বর : কর্মী স্বল্পতা সহ নানা সমস্যার কারণে বক্সনগর হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত। চিকিৎসা করতে গিয়ে রোগীদের বিভিন্ন সমস্যার সম্মুখিত হতে হচ্ছে। অন্যদিকে রোগীদের পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মীরাও। পরিষেবা উন্নত করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি এলাকাবাসীর।

প্রসঙ্গত, বক্সনগর আর ডি ব্লকের মুখ্য স্বাস্থ্য কেন্দ্র হল বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রের আওতায় রয়েছে বারোটি গ্রাম পঞ্চায়েত। জনসংখ্যার নিরিখে প্রায় ৩০ থেকে ৩২ হাজার লোক অসুস্থ অবস্থায় এই হাসপাতালে পরিষেবা নিতে আসে। কিন্তু উল্লেখ্য স্বাস্থ্যকেন্দ্রটিতে কর্মীসল্পতা থাকার কারণে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে। হাসপাতালের হাতেগোনা কয়েকজন স্বাস্থ্য কর্মী রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে।

জানা গেছে, বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চারজন ডাক্তার রয়েছেন। কিন্তু এর মধ্যে একজন ডেপুটেশনে অন্য হাসপাতালে কর্মরত। অন্য একজন ডাক্তারবাবু ছুটিতে আছেন। সেক্ষেত্রে মাত্র দুজন ডাক্তার মিলে হাসপাতালে রোগীদের পরিষেবা দিতে হচ্ছে।

এদিকে, হাসপাতালের ফার্মাসি চালানো হচ্ছে আরআরবিএসকে টিমের স্টাফ দিয়ে। এছাড়াও ল্যাব টেকনিশিয়ান হিসাবে মাত্র একজন, নার্স চারজন, জিডি রয়েছে তিনজন, এমপিডব্লিউ দুইজন, সাফাই কর্মী সাতজন, কিন্তু তাদের থেকে দুজন স্টাফকে দিয়ে আয়ুষ্মান এর কাজ এবং ওপিডি এর বিভিন্ন কাজ করানো হচ্ছে।

সবচেয়ে অবাক করার বিষয় হলো হাসপাতালে সাফাই কর্মীদের দিয়ে ডুমের কাজ করানো হচ্ছে। অন্যদিকে নাইট গার্ড নেই যার ফলে হসপিটালে প্রায় সময় চুরি হয়। এছাড়াও বিদ্যুতের সমস্যাও রয়েছে। ফলে শ্বাসকষ্ট জনিত কারণে ভর্তি থাকা রোগীদের অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়।

এদিকে, হাসপাতলে কোন পার্কিং এর ব্যবস্থা নেই, ফলে গাড়ি মোটরসাইকেল মূল ফটকে রেখে আসতে হয়। এর ফলে অনেকসময় ইমার্জেন্সি রোগী আসলে সমস্যার সৃষ্টি হয়।

বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এহেন অবস্থায় ভোগান্তির শিকার রোগী সহ কর্মরত স্বাস্থ্য কর্মীরা। তাই এলাকার জনগণের দাবি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা যেন বক্সনগর হাসপাতালের পরিষেবা উন্নত করার বিষয়ে নজর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *