শ্রীভূমি (অসম), ২৯ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি শহরে সদর পুলিশের হাতে ফের বাজেয়াপ্ত হয়েছে বহু কোটি টাকার মাদকদ্রব্য। চলতি বছরে বহু কোটি টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্তের পর বছরের শেষ প্রান্তে আজ রবিবার বিশেষ অভিযানে নেমে বড়সড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ।
জানা গেছে, মিজোরাম থেকে বিপুল পরিমাণের মাদকদ্রব্য শ্রীভূমিতে আসছে, নির্ভরযোগ্য গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালায় সদর থানার পুলিশ। জাতীয় সড়কের কয়েকটি জায়গায় গড়ে তোলা হয় নাকাপয়েন্ট। এক সময় মিজোরাম থেকে শহরে প্রবেশ করে মাদকবাহী এমজেড ০১ এইচ ৮২৫৮ নম্বরের চার চাকার বিলাসী ইনোভা কার। ইনোভার গতি রোধ করে তাতে তালাশি চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট, ৩৬৭ গ্রাম হেরোইন, ১০ শিশি ফেন্সিডাইল উদ্ধার করেছেন অভিযানকারীরা। উদ্ধারকৃত মাদক সামগ্রীগুলির আন্তর্জাতিক বাজারমূল্য বহু কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
মাদক পাচারের অভিযোগে জেলার অন্তর্গত সোজপুর এলাকার বাসিন্দা কাবিল হুসেনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কাবিলের বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর সুনিৰ্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।
সদর থানায় সোজপুরের কাবিল হুসেনকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে বেশ কিছু তথ্য উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারী অফিসার জানান, মামলার তদন্ত শুরু করেছেন তাঁরা। মাদক কারবারের সঙ্গে আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে, জানান তিনি।