আগরতলা, ২৮ ডিসেম্বর : চুরি যাওয়া দুটি বাইক সহ চোরকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে দুটি বাইক চুরির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছিল। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। আজ বাইপাস এলাকায় জঙ্গল থেকে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করা হয়েছে।
এইডিপিও আরো জানিয়েছেন, আটককৃতদের নাম সুমন ভট্টাচার্য ও বিশ্বজিৎ সাহা। তাদের জিজ্ঞাসাবাদ করেই বাইকের হদিস পাওয়া গেছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চুরির সাথে জড়িত অন্যদেরকেও গ্রেফতার করা হবে।