আগরতলা, ২৭ ডিসেম্বর: গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে এক যুবক। ওই ঘটনায় মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেন সেগুন গাছের ঢাল পরিষ্কার করার জন্য গাছে উঠেছিল। গাছের একটি ডাল গাছের উপরে ১১০০০ বিদ্যুৎ তারে সংস্পর্শ হয়। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।