নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ নিগমের গাড়ি ছিটকে পড়ল এক বাড়িতে, আহত তিন

আগরতলা, ২৭ ডিসেম্বর : কৈলাসহরের চিনিবাগান গ্রামের দেববর্মা পাড়ায় বিদ্যুৎ সারাই করে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গাড়িটি রাস্তা থেকে ছিটকে এক জনজাতি দিনমজুরের বাড়ির উপর পড়ে যায়। ওই দুর্ঘটনায় আহত হয়েছে বাড়ির মালিকের ছেলে, গাড়ির চালক এবং বিদ্যুৎ কর্মী সহ মোট তিনজন।

উল্লেখ্য, বিগত ছয় বছর ধরে কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিসেবার দায়িত্বে রয়েছে বহিঃরাজ্যের সাই কম্পিউটার লিমিটেড। যেদিন থেকে সাই কম্পিউটার লিমিটেড বিদ্যুৎ পরিসেবার দায়িত্ব নিয়েছে সেদিন থেকেই কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিসেবা একেবারেই তলানিতে চলে গেছে। শুধু তাই নয়, ভুয়ো বিদ্যুৎ বিল, গ্রাহক হয়রানি, গ্রাহকদের সাথে দুর ব্যবহার, সংস্থার কর্মীদের বেতন প্রতি মাসে সময়মতো না দেওয়া সহ নানান অভিযোগ রয়েছে সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে। এমতাবস্থায় সাই কম্পিউটার লিমিটেডের নিজস্ব মারুতি ভ্যান গাড়িটি নিয়ে সংস্থার কর্মীরা কৈলাসহরের চিনিবাগান গ্রামের দেববর্মা পাড়ায় গিয়ে বিদ্যুৎ সারাই করে ফেরার পথে চলন্ত মারুতি ভ্যান গাড়িটি দেববর্মা পাড়ায় রাস্তার উপর থেকে উল্টে গিয়ে রাস্তার নীচে বীরদা দেববর্মার বাড়ির উপর পড়ে যায়। সেসময় ঘরের ভিতরে বীরদা দেববর্মার ১৬বছরের ছেলে সুমন দেববর্মা ছিলো। গাড়িটি উল্টে বীরদা দেববর্মার মাটির ওয়ালের ঘরের উপর পড়লে ঘরের একদিকের সম্পুর্ন ওয়াল সহ দরজা জ্বানালা সহ ঘরের বেশকিছু আসবাবপত্র ভেংগে যায়। এবং মাটির ওয়ালের চাপে সুমন দেববর্মা গুরুতর জখমও হয়েছে।

সেইসাথে গাড়িতে থাকা গাড়ির চালক এবং এক লাইন ম্যানও আহত হয়েছে। ঘটনার পর বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ বাড়ির মালিক দিনমজুর বীরদা দেববর্মার সাথে তালবাহানা করেই চলছে বলে নিজেই জানান বীরদা দেববর্মা। তিনি জানান যে, গত পঁচিশ ডিসেম্বর বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছিলো। ঘটনা ঘটার সময় বীরদা দেববর্মা নিজ বাড়িতে ছিলেন না। এবং বীরদা দেববর্মার স্ত্রী পাশের বাড়িতে ছিলেন। ঘরে শুধু ১৬বছরের ছেলেই ছিলো। ঘটনার পর সুমন দেববর্মাকে উদ্ধার করে গ্রামবাসীরা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। কাজ শেষে বিকেলে বাড়ি ফেরার পর এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন বীরদা দেববর্মা। ঘটনা ঘটার পর সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বীরদা দেববর্মাকে প্রথমে দশ হাজার পরবর্তী সময়ে পঁচিশ হাজার টাকা দেবার কথা বললেও আদতেই ঘটনা ঘটার পর প্রায় তিন দিন হতে চললেও সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বীরদা দেববর্মার ঘর সংস্কার কিংবা নির্মান করে দেওয়ার ব্যবস্থা করা হয়নি এবং আহত বীরদা দেববর্মার ছেলের চিকিৎসারও ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে সাতাশ ডিসেম্বর শুক্রবার দুপুরে জানিয়েছেন বীরদা দেববর্মা। অথচ গাড়িটি উদ্ধার করে আনার জন্য কৈলাসহর থানার পুলিশ দুই দিন গিয়েছিলো। তবে, পুলিশ গাড়িটি আনতে গেলেও বীরদা দেববর্মা সহ গ্রামবাসীরা গাড়িটি উদ্ধার করে আনতে দিচ্ছেনা। যতক্ষন অব্দি চিকিৎসার ব্যাপারে এবং বাড়িটি সংস্কার কিংবা নির্মান করার জন্য টাকা পয়সা দেওয়া হবে না ততোক্ষণ অব্দি গ্রামবাসীরা গাড়িটিকে উদ্ধার করে আনতে দেবে না বলে বীরদা দেববর্মা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *