নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): শহীদ সর্দার উধম সিংকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “অমর শহীদ সর্দার উধম সিং জিকে তাঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। সর্দার উধম সিং জি দেশ এবং আত্মসম্মানের জন্য বীরত্বের শিখরে গিয়েছিলেন। তিনি দেশের স্বাধীনতার জন্য কোনও কিছুর পরোয়া করেননি।
উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইংল্যান্ডে গিয়ে অত্যাচারী ব্রিটিশ সরকারকে একটি পাঠ শিখিয়েছিলেন। তিনি অনুপ্রেরণা হয়েছিলেন দেশপ্রেমিকদের জন্য।
গদর পার্টির মাধ্যমে তিনি অভিবাসী যুবকদের মধ্যে দেশপ্রেমের স্ফুলিঙ্গ জাগ্রত করে তাঁদের সংগঠিত করেন। সর্দার উধম সিং জির জীবন আমাদের যুগে যুগে দেশের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে অনুপ্রাণিত করবে।”