দশরথ ভবনে কমরেড মাও সে তুং’র ১৩২তম জন্মদিন উদযাপন

আগরতলা, ২৬ ডিসেম্বর : আজ সিপিএম রাজ্য দপ্তরে চিন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কমরেড মাও সে তুং’র ১৩২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য নেতা পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা।

প্রসঙ্গত, চীনের আগ্রাসন নীতি দিন দিন বাড়ছে। ভারত বিরোধী অবস্থানেরয়েছে চীন। এদিকে কিছুদিন পর পর ভারতের অরুণাচল প্রদেশ দখলের চেষ্টায় রয়েছে এই দেশ। তাই ভারতের প্রায় সকল রাজনৈতিক দলই চীন বিরোধিতায় সুর চড়াচ্ছে। কিন্তু ঠিক বিপরীতভাবে ভারত বিরোধী চিনের প্রশংসায় মুখর সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর।

আজ চিন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতৃত্ব মাও সে তুং এর জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করল সিপিআইএম নেতৃত্বরা। আগরতলা দশরথ ভবনে মাও সে তুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সিপিআইএম নেতৃত্বগণ। এদিন চীনের প্রশংসা ঝরে পড়ে সিপিআইএম নেতৃত্ব পবিত্র করের গলায়।

সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর বলেন, আজকের সময়ে দাঁড়িয়ে যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ চলছে, সেক্ষেত্রে মাও সে তুং বামপন্থীদের কাছে একজন শিক্ষক, প্রেরণাদায়ক। তাঁর থেকে শিক্ষা নিয়ে দলীয় নেতৃত্বে এগিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *