শ্ৰীভূমির হা‌তি‌খিরায় উদ্ধার প্ৰায় ৭.৫০ কো‌টি টাকার ইয়াবা, গ্ৰেফতার এক

বাজা‌রিছড়া (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন হা‌তি‌খিরায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭.৫০ কো‌টি টাকার ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে গ্ৰেফতার করা হয়েছে ত্রিপুরার খোয়াই‌ জেলার বাসিন্দা ল‌রিচালক‌ সুশান্ত রুদ্রপালকে।
জানা গে‌ছে, শ্রীভূমির পু‌লিশ সুপার পার্থপ্রতিম দা‌সের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাজারিছড়া থানার ওসি নিলভ‌জ্যো‌তি নাথ দলবল নি‌য়ে হা‌তি‌খিরা চা বাগা‌নের বিশ নম্বর লাইন লাগোয়া ৮ নম্বর জাতীয় সড়‌কের পা‌শে ওৎ‌ পে‌তে ব‌সেছিলেন। এক সম‌য় শ্রীভূ‌মি থে‌কে মিনা‌রেল ওয়াটার বোঝাই ত্রিপুরাগামী একটি ল‌রির গতিরোধ করেন পু‌লিশের অভিযানকারীরা।
তাঁরা ল‌রিতে তালাশি চালিয়ে বি‌ভিন্ন গোপন চেম্বার থে‌কে ১.৫০ লক্ষ ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবাগুলির কা‌লোবাজারি মূল্য প্রায় সা‌ড়ে সাত কো‌টি টাকা হ‌বে ব‌লে জানিয়েছেন ওসি নিলভ‌জ্যো‌তি নাথ। তিনি জনান, ল‌রি সহ চালক‌ সুশান্ত রুদ্রপালকে নি‌য়ে আসা হয় থানায়। পু‌লিশ ধৃ‌তের‌ বিরু‌দ্ধে এনডিপিএস-এর সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *