প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির ১০০তম জন্মবার্ষিকীতে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ২৫ ডিসেম্বর : ‘সুশাসন দিবস’-এ প্রাক্তন প্রধানমন্ত্রী ‘ভারতরত্ন’ শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির দলীয় নেতৃত্বরা। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির ১০০তম জন্মবার্ষিকীতে সারাদেশের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই তারই অঙ্গ হিসেবে বড়জলা মন্ডল থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃত্বরা প্রথমে বড়জলা মন্ডল অফিসের সামনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর দলীয় কর্মীদের পদযাত্রাটি পটুনগর, নতুন নগর হয়ে দিঘালিয়া স্কুল মাঠে শেষ হয়। ওই মাঠে এক আলোচনা সভার আয়োজনও করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ড. দিলীপ দাস, নব নির্বাচিত মন্ডল সভাপতি রাজিব সাহা সহ গোমতীর দুধ প্রোডাক্ট এর চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা।

এদিকে, অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আগরতলা ক্যান্সার হাসপাতালে ফল মিষ্টি বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য।

এদিকে, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি ১০০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে সোনামুড়া যুব মোর্চার উদ্যোগে এক সেবামূলক কর্মসূচি পালিত হয়। সোনামুড়া যুব মোর্চার কর্মীরা প্রথমে মেলাঘর অটল ভবনের সামনে অটল বিহারী বাজপেয়ীর ছবিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর মেলাঘর হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চলের বিজেপি সভাপতি দেব্রত ভট্টাচার্য, দক্ষিণাঞ্চলের যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সরকার, সোনামুড়া যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস, নবনিযুক্ত সোনামুড়া মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *