‘অপারেশন প্রঘাত’, অসমে এসটিএফ-এর হাতে ধৃত আনসারউল্লা বাংলা টিম-এর আরও দুই সদস্য, উদ্ধার অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ

গুয়াহাটি, ২৫ ডিসেম্বর (হি.স.) : সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অপারেশন প্রঘাত’ শীৰ্ষক অভিযান চালিয়ে আনসারউল্লা বাংলা টিম-এর আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এর সঙ্গে উদ্ধার হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।
গতকাল (মঙ্গলবার) রাতে কোকরাঝাড় জেলা পুলিশের সহায়তায় কোকরাঝাড় জেলায় পৃথক দুই অভিযানে ‘গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন’ (ডিটিও)-এর দুই জিহাদি/মৌলবাদীকে গ্ৰেফতার করে বড়সড় সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে এসটিএফ। কোকরাঝাড় সদর থানাধীন জয়পুর এলাকার নামাপাড়ায় অভিযান চালিয়ে জনৈক মুর্তাজ আলির বছর ৩০-এর ছেলে জিহাদি আবদুল জাহের শেখকে গ্ৰেফতার করা হয়েছে।
এর পর কোকরাঝাড় জেলারই অন্তর্গত শেরফাংগুড়ি থানাধীন কাচিপাড়া বাজারে জনৈক ওসমান আলির বাড়িতে অভিযান চালিয়ে রামফিল বাজারের বাসিন্দা জনৈক বাসিত মির্ধার ছেলে সাব্বির মির্ধাকে গ্রেফতার করেছে পুলিশ।
উভয়ের হেফাজত থেকে এসটিএফ বিপুল পরিমাণের অবৈধ অস্ত্রশস্ত্র ও গোলাবরুদ সহ বহু নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *