কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় ব্যাটিং লাইন আপ টেস্টে সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে বড় পতন লক্ষ্য করা গেছে। নেমে গেছেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ ও শুভমান গিল।
পার্থ টেস্টের পর টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা জয়সওয়াল এক ধাপ নেমে ৫ নম্বরে চলে গেছেন। র্যাঙ্কিংয়ে দুই ধাপ নেমে ১১ নম্বরে নেমেছেন পন্থ। আর ৪ স্থান থেকে গিল ২০ নম্বরে নেমে গেছেন। কোহলিও ২১ নম্বরে নেমে গেছেন। বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে নেমে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
সিরিজ শুরুর আগে দলে যার স্থান অনিশ্চিত ছিল সেই রাহুল র্যাঙ্কিংয়ে ১০ নম্বর লাফিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন। রাহুল চলমান সিরিজের শীর্ষস্থানীয় রান-স্কোরার, ৩টি ম্যাচে ৪৭ গড়ে ২৩৫ রান করেছেন। আর জাদেজাও ৯টি স্থান লাফিয়ে র্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন । পার্থ ও অ্যাডিলেড টেস্টে খেলেননি জাদেজা। কিন্তু তিনি ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৭৭ রান করেন, যা ভারতকে দ্য গাব্বাতে ফলোঅন এড়াতে সাহায্য করে।