খাজুরাহ, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। কেন-বেতওয়া নদীর সংযোগকারী জাতীয় প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এটি দেশের প্রথম দুই নদীর সংযোগকারী প্রকল্প। মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের বিভিন্ন জেলার লক্ষাধিক কৃষক পরিবার এই প্রকল্পের মাধ্যমে সেচের সুবিধা পাবেন। ওই অঞ্চলে পানীয় জলের সুবিধাও এই প্রকল্পের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষের স্মরণে প্রধানমন্ত্রী ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী মোদী এদিনের অনুষ্ঠানে বলেছেন, “মধ্যপ্রদেশে গত এক বছরে উন্নয়নে নতুন গতি এসেছে। আজ কোটি কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কেন-বেতওয়া নদী সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও এখানে স্থাপন করা হয়েছে। আমি এই প্রকল্পগুলির জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানাতে চাই৷ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ পালিত হচ্ছে। এটা সুশাসনের উৎসবও…সুশাসন হল বিজেপির পরিচয়।”
2024-12-25