শিমলা, ২৫ ডিসেম্বর (হি.স.): ভারী তুষারপাতের জেরে বিপত্তি হিমাচল প্রদেশে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। বরফে ঢাকা পড়েছে বহু রাস্তা। সেই বরফ সরাতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। যার জেরে মন্থর ট্রাফিক। রাস্তায় বাড়ছে গাড়ির ভিড়। তুষারপাতের জেরে তিনটি জাতীয় সড়ক বন্ধ।
ওই একই কারণে বন্ধ রয়েছে হিমাচল প্রদেশের একাধিক জেলার ২২৩টি রাস্তাও। বড়দিন ও ইংরেজি নববর্ষ পালনের জন্য প্রচুর পর্যটক এসেছেন শিমলায়। কার্যত পর্যটকদের ঢল নেমেছে শিমলা, কুলু, মানালিতে। সঙ্গে পাল্লা দিয়ে ভারী তুষারপাত চলছে হিমাচল প্রদেশজুড়ে। জাঁকিয়ে পড়েছে শীতও। মনোরম পরিবেশে খুশি পর্যটকরা।