আগরতলা, ২৫ ডিসেম্বর: কংগ্রেস বরাবরই আম্বেদকর বিরোধী ছিল। কারণ, ডঃ বি আর আম্বেদকরের জন্য কোন স্মৃতিসৌধও তৈরী করেনি কংগ্রেস। এখন বিভিন্ন রাজ্যে সাংবাদিক সম্মেলনে আম্বেদকর নিয়ে কংগ্রেস নাটক শুরু করেছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সাথে তিনি যোগ করেন, বিগত দিনে কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরকে যে অপমান করেছে তারজন্য জনগনের কাছে নি:শর্ত ক্ষমা চাওয়া উচিত।
তাঁর কথায়, কংগ্রেস বরাবরই আম্বেদকর বিরোধী ছিল। বর্তমানে আম্বেদকর নিয়ে ভাঁওতাবাজি মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ইতিহাস থেকে জানা গিয়েছে কংগ্রেসের শাসনকালে ডা. বি আর আম্বেদকরকে কথা বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। অনেকভাবে আম্বেদকরকে তাঁরা অপমান করেছেন। ইতিহাস তার সাক্ষী রয়েছে।এখন আম্বেদকর নিয়ে কংগ্রেস নাটক শুরু করেছে।
এদিন তিনি বলেন, কংগ্রেস ডঃ বি আর আম্বেদকরকে কখনো সম্মান দেওয়ার কথ ভাবে নি। তাঁকে পদ্মভূষণ না ভারতরত্ন কিছু দিয়েই সম্মান করেন নি। কিন্তু কংগ্রেস তৎকালীন সময়ে তাঁর প্রতিদ্বন্ধীকে পদ্মভূষন দেওয়া হয়ছিল। আম্বেদকর নিয়ে কংগ্রেসের এই অনমনীয় মনোভাব আগামীদিনে জনসম্মুখে তুলে ধরবে বিজেপি।
এদিন তিনি অভিযোগ করেন, কংগ্রেস ডঃ বি আর আম্বেদকরের জন্য কোন স্মৃতিসৌধও তৈরী করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আসার পর প্রতিটা জায়গায় বাবা সাহেবের স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরকে যে অপমান করেছে তারজন্য জনগনের কাছে ক্ষমা চাওয়া উচিত। তাছাড়া, কংগ্রেস আইনমন্ত্রী থাকাাকলীন তাঁকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছিল। এমনকি, বিধানসভা এবং লোকসভা নির্বাচনে তাঁকে পরাজিত করার জন্য ছক কষে ছিল। আজ সেই কংগ্রেস বিভিন্ন রাজ্য সাংবাদিক সম্মেলনে করে মিথ্যা অপবাদ ছড়াছে।
এদিন তিনি আরও বলেন, এনইসি বৈঠকের পর ত্রিপুরা এখন আলাদা করে পরিচয় পেয়েছ। সিপিআইএম এবং কংগ্রেস বিগত ২৩ বছর ধরে রাজ্যের ব্রু শরনার্থীদের কথা চিন্তা করেনি। কিন্তু বিজেপি শাসনকালে রাজ্যের ব্রু শরনার্থীদের ক্রমেই উন্নতি হচ্ছে।