নৈনিতাল, ২৫ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতালে গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার নৈনিতালের ভীমতাল এলাকায় প্রায় ১৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। বাসে কমপক্ষে ২৭ জন ছিলেন। আলমোরা থেকে হলদওয়ানি যাচ্ছিলেন তাঁরা। ভীমতাল-রানিবাগ সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এসডিআরএফ উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করেছে।