থানে, ২৪ ডিসেম্বর (হি.স.): আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি, প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি নিজেই তা জানালেন। তিনি বলেছেন, “আমি আগের থেকে একটু ভালো আছি।”
হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি। থানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান কাম্বলির বন্ধু মার্কাস কাউটো। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিনোদ কাম্বলি নিজেই বলেছেন, “আমি এখন ভালো বোধ করছি, আমি কখনই এটা (ক্রিকেট) ছাড়ব না, কারণ আমি কত শত শতক এবং ডাবল সেঞ্চুরি করেছি তা মনে আছে… পরিবারে আমরা তিনজন বাঁহাতি। আমি শচীন তেন্ডুলকারের কাছে কৃতজ্ঞ। তাঁর আশীর্বাদ সবসময় আমার সাথে ছিল।”